বৈচিত্র্যই স্বাভাবিক-সুন্দর অপরূপ
বৈচিত্রেই প্রকাশ সৌন্দর্যের স্বরূপ ।
অনন্ত অন্তরীক্ষের অনুপম সৌন্দর্য
যত সব গ্রহ নক্ষত্র , উল্কা- চন্দ্র-সূর্য।
অগাধ জলধি অপূর্ব সৌন্দর্য প্রকাশে
বিবিধ মৎস, হাঙ্গর,তিমি,অক্টোপাসে ।
নিসর্গের নিরুপম সৌন্দর্যের ভাণ্ডার
অজস্র লতাগুল্ম বিবিধ বৃক্ষে পূর্ণ কান্তার।
রংবেরং এর বিচিত্র পুষ্পের পসরা
বাগিচা করেছে সৌন্দর্যে মনোহরা ।
সুখ-দুঃখ ,ভালো-মন্দ, আলো আর আঁধার
সব মিলিয়েই পৃথিবী সৌন্দর্যের আগার ।
সাদা,কালো,পিঙ্গল – আরো কত
বিচিত্র রঙের মানুষ রয়েছে যত –
সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাঁরা বিধাতার
সৌন্দর্যময়ী ধরা বৈচিত্রেই সবার ।
দুচোখ মেলে বিশ্বের যে দিকে তাকাই-
বৈচিত্রেই যত সৌন্দর্য দেখি ভাই ।
বিচিত্র বৈচিত্রেই এই পৃথিবীর স্থিতি
বিচ্ছিন্নতা ভুলে এসো গাহি ঐক্যের গীতি ।
এসো ,বৈচিত্রের মাঝেই মোরা বাস করি
মিলেমিশে পাশাপাশি সুখের নীড় গড়ি ।
এসো , ভেঙ্গে বিভেদের ঠুনকো যত প্রাচীর
সংকীর্ণ ভৌগোলিক রেখা মুছে পৃথিবীর –
বৈচিত্র্যগুলোকে বেঁধে নিয়ে এক সুতায়
স্বর্গের সুষমা নিয়ে আসি এ ধরায় ।