দাবি আমার তোমার কাছে
একটু কেবল অনুরাগ,
প্রেম আলিঙ্গণন স্পর্শে যে চাই
বেহাগ রাগের সোহাগ।
ছাউনী হয়ে থাকবে মাথে
রইবে সদা পাশে,
মন সায়রে ডুব দিয়ে দোঁহে
থাকবো সুখে রাশে।
আজকে মনটা অশান্ত বেশ
জ্বলছে কেন এমন,
কার প্রতীক্ষায় হৃদয় মাঝে
জাগছে প্রেমের দহন?
অনেক দিনই হয়নি দেখা
পাইনি প্রেমের গোলাপ,
তুমি বিনা মন হতাশায়
শুধুই করে বিলাপ।
একান্তে যে বিজন রাতে
থাকি আঁখি মেলে,
আসবে তুমি এই আশাতে
দেউটি রাখি জ্বেলে।