বেলা যে ফুরায়ে যায় খেলা কি ভাঙে না হায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
কে ভুলায়ে বসাইল কপট পাশায় ?
সকলি হারিলি তায় তবু খেলা না ফুরায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
পথের সম্বল, গৃহের দান,
বিবেক উজ্জ্বল, সুন্দর প্রাণ-
তা কি পণে রাখা যায় খেলায় তা কে হারায়।।
অবোধ জীবন পথ-যাত্রী।
আসিছে রাতি, কত রবি মাতি?
সখীরা যে চলে যায় খেলা ফেলে চলে আয়,
অবোধ জীবন পথ যাত্রী।।