চল সখী আজ খুঁজে নিই বৃষ্টি ভেজার সুখ—
সোঁদা মাটির গন্ধ পেতে মন যে উন্মুখ।
গগনে গগনে কাজল কালো দেয়ার অভিসার,
পেয়েছে খবর মাধবীলতা অলির আসার।
শাল পিয়ালের বনে বনে মাতাল করা ঘ্রাণ,
সঙ্গিনীরে দাদুরী করে মিলনের আহ্বান।
রূপালী রেখা ক্ষণপ্রভা নীল আকাশের গায়—
উল্লাসে শিখী রংবেরঙের পেখম সাজায়।
রিমঝিমঝিম অঝোর ধারায় শুনি বর্ষা গাথা,
সুরে লয়ে মিলন হয়ে নিটোল কাব্যকথা।
অনন্তহীন অপেক্ষাতে বিধুর বিরহী যক্ষ!
মুহুর্ত সুখের আকাঙ্খায় তৃষিত হৃদয় বক্ষ।
বাদলা দিনের অমোঘ ক্ষণে আবেগেরই জোয়ার—
সোহাগে তোর ভিজবে মন, পক্ষীরাজে সওয়ার।
আসুক না এমন বারিধারা,দুকূল থইথই—
আলিঙ্গনের স্মৃতিটুকু রাখিস যত্নে সই।।