দাবদাহে মরছি জ্বলে
রুদ্রতাপে ঘেমে,
হঠাৎ যদি বৃষ্টি আসে
ধরার বুকে নেমে।
ওগো বৃষ্টি ভিজবো তবে
মাখবো চোখে মুখে,
বাচ্চা দলে নাচছে দেখো
বৃষ্টি ভেজার সুখে।
বৃক্ষকর্তন নগরায়ণ
উষ্ণায়নে ভরা,
বৃষ্টি কোথায় পাবো বলো
শুষ্ক মাঠে ধরা।
সবুজায়ন করতে হবে
চারা রোপণ তবে,
শস্য দানা ফলের দানা
মাঠে দিতে হবে।
বৃষ্টি তুমি ক্ষমা করো
এসো নুপুর ছন্দে,
গা ভেজাবো তোমার ধারায়
সিক্ত হবো নন্দে।