বৃষ্টি ভিজে বাড়ে অসুখ
করছ কেন ঘ্যানঘ্যান,
সকাল থেকে রয়েছে কাজ
থামাও দেখি প্যানপ্যান।
কাশছে খুকু সকাল থেকে
গলার কষ্ট খকখক,
বকছে মাতা জোরে জোরে
করছ কেন বকবক।
বুকে জমে শ্লেষ্মা আছে
আওয়াজ শোনো ঘড়ঘড়,
পোষা কুকুর দুঃখে চেঁচায়
রাগের চোটে গড়গড়।
ঘরে বন্দি খুকু এখন
প্রাণটা করে ছটপট,
ওষুধ খেয়ে পথ্য খেয়ে
সারতে হবে চটপট।
পুবের আকাশ তারায় ভরা
জ্বলছে দেখো মিটমিট,
তিতো ওষুধ বিশ্রী ভীষণ
খুকুর মেজাজ খিটখিট।