তুমি এক নির্বোধ তাই ভাব গোলাপটা লাল
এর চেয়ে সতেজ সবুজ কোন ফুল
তুমি দেখেছ কোথাও
সমস্ত জীবন যার বুক জুড়ে সমুদ্র আকাশ
তাকে তুমি স্বাভাবিক গলায় শেখাও
ভালবাসাহীনতাই পাপ
তুমি এক আহাম্মক
তাই আজও ভালবাসা মান
গোলাপের সাথে কর রমনীর ঠোঁটের তুলনা
সদরে দাঁড়িয়ে বল আকাশের রঙ ঘন নীল
আকাশটা নীল এ কি কোন বিশেষ সংবাদ
তর্ক থাক
রঙ বলে আকাশের কোন কিছু নেই
যা আছে তা হল বৃষ্টির ঠিকানা,
বৃষ্টির মত কোন ভালবাসা নেই
যা সময়ে ঝরে যাবে ফসল ফলাবে।