চূড়ার থেকে গড়িয়ে আবার শূন্য হতে পারি
তৈরি আছে অভিজ্ঞ বোধ , পাহাড় চেয়ে ভারী ।
যা পেয়েছি হারিয়ে ফেলে ইচ্ছে মাফিক খুঁজি
পুরোনো সুর নতুন তারে দ্বিগুণ করে পুঁজি ।
শেকড় পায়ে জড়িয়ে আছি , ভয়ের সাথে আড়ি
বৃন্তে বাসি হবার আগে , মাতলা দেবো পাড়ি ।
খুব ভেসেছি শংসা ভেলায় , হাত বাতিতে ঝাড়
নিভিয়ে দিয়ে দেখবো নেশা , কেমন অন্ধকার !
ডুবতি বুকে বুঝতে পারি , পানকৌড়ির শ্বাস
কেমন করে বাঁচিয়ে রাখে নিভন্ত নিঃশ্বাস ।
মাটির মোমে মন পেতেছি , মনের ভিতর ঘর
ঘরের চরে বরফ জমে , বিষাদ অতঃপর ।
বিষাদ বিষাদ নিষাদ এসো , দুঃখ ভালবাসি
দুঃখ ছেড়ে পালিয়ে গেলে , সুখ যে বারোমাসই ।
মাসকে খাবে বছর গিলে , বতর জীবনভর
হাঁফিয়ে যাবে আমোদি স্বর , বলবে না — এনকোর !
উঠতি উড়ান , পড়তি পেড়ো , মহাভারত হবো
রূপকথা না , জীবনচাকা তৎসম – তদ্ভব ।
বতর — বীজ বোনার সর্বোত্তম সময়