বাদ বিবাদে বাড়ির বৃত্তে
বিঘ্ন বিপদ রাজে,
বাপে বেটায় ব্যস্ত বেজায়
বিহিত বিধান কাজে।
বাইছে বাইচ বালক বহু
বাদল বেলা মাঝে,
বাওয়া বিষম বায়ু বেগে
বাছাই বিচার সাঁঝে।
বড়ই বেজার বেজুত ব্যাপার
বেঠিক বিষয় কত,
বেতরি বত বুলির বাণে
বেদন বিসার শত।
বকখালিতে বালুচরে
বলাকাদের মতি,
বিশ্রী বিথান বিচরণে
বজরার ব্যাঘাত গতি।
বানায় বাবুই বিভোল বাসা
বেতস বনের শাখে,
বুনন বুদ্ধি বেশ বিচক্ষণ
বড়াই বিশেষ রাখে।
বিস্তারিত বকুল বিতান
বাগান বাড়ির ‘পরে,
বিমুগ্ধ বাস বিলায় বাতাস
বিলাস বিহার করে।