ফোকলা দাঁতের শননড়ি চুল চরকা কাটা বুড়ি
থাকতো সে যে নীল পাহাড়ে বয়স হাজার কুড়ি।
সঙ্গে থাকে রাজকন্যে মিষ্টি হাসি হাসে
বৃদ্ধ বুড়ি দিনরাত্তির খক্ খক্ খক্ কাশে ।
রূপোর কাঠি ছুঁইয়ে বুড়ি ঘুম পাড়িয়ে রাখে
ঘুমের ঘোরে রাজকন্যে অপেক্ষাতে থাকে ।
পাহাড় চুড়োয় রূপোর বাগান সোনার ফসল ফলে
গ্রীষ্মকালে জল থৈ থৈ ঝর্ণা হীরের জলে ।
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীতে গল্প করে ব’সে
দিনের বেলায় একটি তারা টুকুস ক’রে খসে ।
এমন সময় টগবগিয়ে আসছে যেন কে ?
পক্ষীরাজে রাজ পুত্তুর কোমর বেঁধেছে ।
রাজার কুমার সোনার কাঠির পরশ দিল মাথে
রাজকন্যে মিষ্টি হেসে হাতটি রাখে হাতে ।
পক্ষীরাজে ব’সেই দু’জন লাগাম ধরে টানে
ছুটল ঘোড়া টগবগিয়ে চলল বাড়ির পানে ।