তুমি এলে অস্বপ্নিত সৌন্দর্যের শিখা,
তখন বুঝি নি বুকে গেঁথে নিলাম ছুরিকা।
কেঁপে উঠলো মেঘমণ্ডল, সূর্য, জলস্থল,
ছড়ালো সুন্দরবনে আশ্চর্য অনল।
স্বপ্নাতুর হলো মাংস; বুকের জঙ্গলে
অজস্র বছর পর রক্তপদ্ম জ্বলে।
স্বপ্নের তোড়ে ভাঙে মেঘনার তীর,
কুটো হয়ে ভেসে যায় খড়ের কুটির।
দিগন্ত দু-ফাঁক ক’রে তুমি এলে নেমে,
জড়ালাম আলিঙ্গনে, তীব্রতম প্রেমে।
তারপর থেকে শুধুই রক্তক্ষরণ,
হৃৎপিণ্ড দীর্ণ ক’রে ঝরে সারাক্ষণ।
তীক্ষ্ণ এক ছুরি গাঁথা বুকের ভেতরে,
ফিনকি দিয়ে রক্তধারা নিরন্তর ঝরে।
ঠোঁটে ঠোঁট রেখে যেই জ্বেলে দিলে শিখা-
তখন বুঝি নি বুকে গেঁথে নিয়েছি ছুরিকা।