আজি এ প্রভাতে পূণ্যলগ্নে,ধ্বনিত তোমারই নাম
বীর সন্ন্যাসী বিবেকানন্দ,তোমার চরণে প্রণাম।
জীবে প্রেমেই ঈশ্বর সেবা,তোমার থেকেই শিখি
মানুষ হওয়ার চেষ্টা করি,খোলা চিঠিই লিখি।
“হিন্দুধর্ম সকলের সেরা” দৃপ্ত কন্ঠে বলে
পাশ্চাত্যের মন জয় করে সত্তম এলে চলে।
দার্শনিক সঙ্গীতজ্ঞ,লেখকও ছিলে তুমি
তোমার গুরু শ্রীরামকৃষ্ণ বেলুড় পুণ্যভূমি।
ভুলিনি আমরা মূর্খ মুচি মেথর আমার ভাই
সদর্পি বলি “আমি ভারতবাসী”,যখন যেখানে যাই।
তোমার কর্মে গর্বিত দেশ,ধন্য যুবকদল
গীতা পাঠের চেয়েও প্রয়োজন বাঙালীর ফুটবল।
ইচ্ছামৃত্যু ছুঁয়েছে তোমায়,চলে গেছো সেই কবে
বলে যাও শুধু আর কি কখনো কোন মানবের,
জাগবে বিবেক? বীর সন্ন্যাসী হবে?