প্রেমের পুজারী ছিলে তুমি কবি
মনেতে রুদ্র বীণ,
বৃটিশ রাজের বিরুদ্ধে ছিলে
তুখোড় আপোষ হীন।
কালজয়ী বীর প্রিয় কবি তুমি
দুখু মিঞা ডাক নাম,
বর্ধমানের চুরুলিয়া ছিল
তোমার বসত ধাম।
জীবন যুদ্ধে হারতে শেখোনি
ছিলো দুর্মর মতি,
সর্বহারার তরে লড়ে গেছো
হয়ে দুর্বার অতি।
জাতিভেদ ভুলে ঐক্যের তানে
গাও সাম্যের গান,
দুই বাংলার তুমি প্রিয় কবি
সব হৃদে তব স্থান।
নবযৌবন প্রাণেতে জাগালে
বিষের বাঁশির সুর,
দেশ কাণ্ডারি বীর বিদ্রোহী
আছো জুড়ে হৃদি পুর।