যুগের জীর্ণতায় আমি যৌবনের উপাসক
উপাসনা গৃহে আমার প্রাণেশ গণদেবতা,
আমার বন্দনায় বন্দিত যুগের যুবসমাজ
স্বাধীন সংকল্পে সঞ্জীবনী পরাক্রম প্রমত্ততা।
গর্ত খুঁড়ে পৃথিবীর গৌরব অসহায় গণতন্ত্র
ক্ষমা দিয়ে মানুষের ক্ষতি নিষ্প্রভ মানবতা!
বিচারে যারা বিবেকহীন তারা বিষাক্ত বিশ্বে
পেরেক পুঁতে পরিচর্যা পক্ষান্তরে স্থবিরতা!
রক্ত ঝরিয়ে রাজটীকা মানবোনা রাজকার্য
শরীর খুবলে শাসন বিধান শাইলক সাম্রাজ্য!
অকাল মৃত্যু, আকাল অস্তিত্ব, অশুভ সংকেত
পৃথিবী ও মানুষে, মানুষে মানুষে, মানবতা পরিত্যাজ্য!
আমি অধীনতা থেকে তুলে এনেছি আগুয়ান
আমি যৌবন থেকে তুলে এনেছি যুবরাজ,
আমি মৃত্যু থেকে তুলে এনেছি বীর মহাবীর
আমি নক্ষত্র থেকে তুলে এনেছি নটরাজ।
প্রলয় শঙ্খ হাতে প্রমিলা প্রমত্ত তরুণী বাহিনী
অপশক্তির বিরুদ্ধে অদম্য কান্ডারী যুবশক্তি,
আজ সাইরেন শব্দে সোচ্চার শতাব্দীর কণ্ঠস্বর
অগ্নিবীণার গণসঙ্গীতে জাগে সভ্যতার গণমুক্তি।
আমি স্ফুলিঙ্গ চাই আহ্বান করি অদম্য অগ্রদূত
আমি বিপ্লব চাই বিশ্বে বিরুদ্ধ শক্তির বিসর্জনে,
আমি সংগ্রামের চাই স্বীকৃতি স্বায়ত্তশাসন সর্বত্র
আমি লড়াই চাই অমানবতার লজ্জা নিবারণে।
আজ স্পন্দন জাগে যুবশক্তির শিরা, ধমনীতে
আজ হাত চাইছে হত্যা নিবারণে হাজার সিদ্ধার্থ,
আজ রক্তদাতা জাগে রুগ্ন পৃথিবীর আত্মরক্ষায়
আজ বিশ্ব জাগরণে উদ্বুদ্ধ বীররসে বিক্রমাদিত্য।