শ্বাসে শ্বাসে বাতাসের ব্রীজ বোনা
বন্ধ রেখেছো কেন , নয়নরঞ্জনী ?
ডুবে যাই চুপ চুপ চোখেদের ভীড়ে ।
অদৃশ্য হোক তবু বাতাসের ব্রীজে আনাগোনা
চাঁদের পিচ্ছিল পিঠে পালকের মতো নেমে আসা
আনন্দের সুতো মুখে আহা সুখটান !
এরূপ অরূপ দৃশ্য সংযমী শ্বাসে মুছে দিলে
কবি মন উবে যাবে ঈষাণ ইথারে ।
চালু রেখো ব্রীজ বোনা বীজের নদীতে
বাতাসের বাতায়নে কবিতা পেতেছি ।