আমি সেই পাগল
শুধু আমি ছাড়া আমার সবটুকুই নকল;
নকল আমার অভিমান
নকল আমার সম্মান;
নকল আমার আত্মগরিমা
নকল আমার জীবন সূচি————–
নকল আমার জীবন কথা————-
আমি নকল কোন প্রতিমা।
নকল সোনার উঠছে ঝড়
সোনায় সোনায় দ্বন্দ্ব বাঁধে;ভাঙছে কত আসল ঘর;
নকল ঠাকুর দেখতে ভালো
রবী ঠাকুর দেখতে কালো;
হাসছে কসাই; ব্যবসায়ী হাজার
নকল সোনায় দুলছে যে সেই নকল রাজার পাহাড়;
দক্ষিণ পানে মন্ত্রী বসে
একনাগাড়ে যাচ্ছে কি সব হিসেব-নিকেশ কষে।
নকল সব ভালো মানুষের দল
নকল মোহর কিনছে সবাই—————
নাচছে দেখো মুখোশ সকল,
নকল মালায় আসল পাপী
ঘরকে সাজায়; হৃদয় রাঙায়————–
কি করে তার চালাকি মাপি?
পরাস্ত দেবতার মত একদিন যাব চলে;নেব বিদায়
ভন্ড পূজারীর পূজা লয়ে মাথায়,এই তরী যায় ভেসে যায়
বুঝিনি এতদিন কে ছিল আসল;কেইবা ছিল নকল
আমি সেই হতবাক নির্বাক পাগল,
হয় শোরগোল; হয় হট্টগোল
সবকিছু মিলে মিশে—————–
ঘুরেফিরে হয় আবার সেই মুখরোচক ভোলবদল।
বিস্ময় নাগরিক (Bishhoy Nagorik by Subarta Mitra)