কর্ম ক্লান্ত দিবসের কোলাহল থেমে গেলে
নীল সাগরের প্রান্ত শেষে সূর্য বসেছে পাটে
ছন্দোবদ্ধ ঢেউগুলো সব কি দারুণ খেলা করে
কলকল ছলছল জল বয় অবিরল তান শুনি ধ্যানে।
রাত্রি নামবে হয়তো এবার আরও খানিক পরে
গোধূলি বেলায় আকাশের পটে কতো রঙ আঁকিবুঁকি
রঙে রঙে কতো রঙিন হয়েছে মেঘ পাহাড়ের দেশ
সাগরের জলে অপূর্ব সেই রঙের খেলাটা দেখি।
ঢেউগুলো গুনি দিগন্তে বিছানো জলের মহোৎসবে
সৈকত জুড়ে ইতস্তত ছড়িয়ে রয়েছে নুড়ি
ব্যস্ত হয়ে কুড়াচ্ছে কেউ ঝিনুক শঙ্খ সারি
সুদূরে তাকিয়ে কেউ বা মুগ্ধ অন্তিম নীলিমায়।
ঘরে ফেরা ওই বলাকার সারি ক্লান্ত সে কলতান
রাত্রিকে ডেকে আনছে ওরাই জীবনের জয়গান
সৈকতে ঢেউ ভেঙে চলে তার নেইতো কোনো বিরাম
রাত্রি ঘনায় অন্ধকারে দিবসের অবসান, চাই বিশ্রাম।
জীবন কে আজ দূর থেকে করি হাজার শতেক সেলাম
সূর্য নিয়েছে বিদায় তার ক্ষণিকের বিশ্রাম, করি প্রণাম
অভিভূত হই বিস্মিত হই নম্র হয় এ মন
আজকের মতো সাঙ্গ হয়েছে জীবনের যত সংগ্রাম।
এই ধ্যান এই জপতপ বাঁচা এই জীবনের গান
দিকে দিকে ওঠে ওঙ্কার নাদ সে যেন প্রভুর নাম
অস্তগামী সূর্য নিয়েছে ক্ষণিকের বিশ্রাম
জনমে মরণে আশার স্বপনে গাই আনন্দ গান।।