বিশ্বজিত নাগ
লেখক পরিচিতি
—————————
নাম : বিশ্বজিত নাগ
মেঘের আলয় মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা শহরে বিশ্বজিত নাগের জন্ম ১৯৬৫ সালে। বাবা নগেন্দ্র কুমার নাগ এবং গৃহবধূ মা ঊষা রানী নাগ বরাবরই ছিলেন সংস্কৃতিমনা। সাংস্কৃতিক পরিবেশেই শৈশব থেকে পথ চলা শুরু। গারো পাহাড়ের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালির আধিক্য বাংলা ভাষায় চর্চার পথ সুগম করে এবং তুরা শহরে সাহিত্যের জোয়ার আসে। সেই জোয়ারে ভেসেই সাহিত্যে আত্মপ্রকাশ। শুরুতে প্রবন্ধ ও ছোটগল্প লিখলেও পরবর্তীতে শুধুই মনের তাগিদে কবিতার অক্ষররেখায় চলাচল। বানিজ্য এবং আইনের স্নাতক বর্তমানে স্টেট ব্যাংকের অধিকারিক। বর্তমানে কবিতাই শুধু ধ্যানজ্ঞান।
লেখকের সৃষ্টি
মোড়ক || Biswajit Nag
নিক্তিতে মাপি রোজ স্বপ্নের পরিধি,অলীক কল্পনায় আঁকিবুঁকি লিখেছি অগুনতি বার,যেদিন
নির্বাক || Biswajit Nag
তুমি কথা রাখেনি, তাইপরকীয়া আঁচলে স্বপ্ন খুঁজি,ধর্তব্যের মধ্যে আনিনি দহন
কাছে দূরে || Biswajit Nag
দূরত্বের কাছাকাছিই ঘোরাঘুরি করে গভীর নৈকট্য,মনস্তাত্ত্বিক ঘোরে মশগুল বেহিসেবী সময়,মনকেমনের
পরশপাথর || Biswajit Nag
দাসখত লিখে দিয়েছি অনুগত সময়ের কাছে,নিরবিচ্ছিন্ন যাত্রাপথ চড়াই উৎরাই পেরিয়ে
আবডাল || Biswajit Nag
আবছা আলোয় আবডাল খুঁজি,ঝাঁ চকচকে ভালোবাসার কালো আস্তরণে ,দীপান্বিতায় ভীড়
অন্তহীন চলা || Biswajit Nag
চলন্ত গাড়ি পেছনে ফেলে আসেএকের পর এক মাইলফলকচিলেকোঠার গোধূলির পড়ন্ত
অনন্য কথা || Biswajit Nag
প্রতিবিম্ব খুঁজি উদ্ভাসিত আলোয়,আমি তুলে রাখি অভ্রান্ত দেরাজে;কাঁচ পোকা টিপে
চলার পথে || Biswajit Nag
নীল যন্ত্রণায় কেটেছে অনেক প্রহর;অবলম্বনহীন অযুত স্বপ্নে,অনুত্তাপে ঝরাপাতার কালবেলা –চারপাশে
উচ্ছ্বল || Biswajit Nag
নক্ষত্রের জলসাঘরে অনাহুত আমি,অজস্র ভীড়ে হারাতে হারাতেতরঙ্গ ছুঁয়েছে নিমজ্জিত সকাল।
তোমার জন্য || Biswajit Nag
বিদীর্ণ রাতের অন্ধকার আমার জন্য থাক,তোমার জন্য সাজিয়ে রেখেছি পর্ণশ্রী,ঝরাপাতার
মন্ত্রমুগ্ধ || Biswajit Nag
ঋতুর সুনিপুণ সমাহার ছুঁয়েছে,তোমার পাপড়ির মত অমলিন হাসি,আমার মনের বাগানে
ছন্দের খোঁজে || Biswajit Nag
নীল যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতেও থমকে গেছি বারবার,অনুভব করি কবিতার
উত্তরণ || Biswajit Nag
পরিযায়ী পাখির মত গোপন ক্ষত,ঘুরপাক খেয়ে চলে বৃত্তের মাঝে,অসীম বেদনার
ছন্নছাড়া || Biswajit Nag
ঠিক যেন ফেরিওয়ালা সকাল,রোদ চড়তেই সাজায় উষ্ণতার পসরা –পরিত্যক্ত কার্ণিশে
অহংকার || Biswajit Nag
চাইলে আমায় খুঁজে নিতে পারো;নৈঃশব্দের নিস্তব্ধতায় ,সপ্রতিভ নীরবতায়,কোলাহলে কাটে বিপন্ন
প্রকাশ || Biswajit Nag
অনুভূতির গভীরে আতস আলো,চাঁদ সরে যায় তমসা এড়িয়ে –স্বপ্নসোপান ভেঙ্গে
জলছবি || Biswajit Nag
টুপটাপ ঝরে রিমঝিম নিবিষ্ট খেয়ালে,জলছবি আঁকা হয় নিশ্চুপ নিঝুমে,হাওয়ায় ইচ্ছে
অলীক || Biswajit Nag
দুচোখ ভরে থাকা স্বপ্নগুলোজানতে চায়নি মনের ইচ্ছেকথা –ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর মায়া
ভোর || Biswajit Nag
নীরবতার আত্মিক কোলাহল,সবুজ পাতার সজীব নিঃশ্বাস,অনাবিল বাতাসে অদম্য প্রাণশক্তির নির্যাস,ভুবন
তমসাবৃত || Biswajit Nag
এখন আলো নেই, গুমোট আঁধার,পারিপার্শিক বেশ মানানসই,বোধ হারায় নিঃশব্দে অবোধ
দাঁড়িপাল্লা || Biswajit Nag
কিছু ইচ্ছে না হয় রইলো অপূর্ণ,মরীচিকার মোহে সুখ পিছলে পড়েছে
দায়হীন সময় || Biswajit Nag
নির্লিপ্তই থাকে দায়হীন নির্বিকার সময়,কুন্ডুলীর ধুম্রজালে সৃষ্ট ঘূর্ণাবর্ত এখন লেলিহান
এলোমেলো || Biswajit Nag
দৈর্ঘ্য প্রস্থ বেধহীন ভাবনার ফুলঝুরি,খেয়ালী ইচ্ছের ঘুড়ি খেলে এন্তার লুকোচুরি,বনবাদাড়
খোলসের আবরণ || Biswajit Nag
ব্যথার নিমরসে ঝরে পড়ে খোলসের আবরণ,রোজ অনুভূত হয় নিঃশব্দ পদসঞ্চার,ওত
রূপশশী || Biswajit Nag
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে কলঙ্কের দাগ,হয়তো বা অনুসন্ধিৎসু মনের অলঙ্করণ,মহিমান্বিত মায়াবী
স্বপ্নফেরি || Biswajit Nag
অনেকটা পথ চলে এসেছি নির্ভাবনায়,ক্লান্তিগুলো সাথে সখ্যতায় সহবাসে লিপ্ত হয়ে
শব্দলিপি || Biswajit Nag
শব্দের সম্ভার নিয়ে বসে আছে ধূসর পান্ডুলিপি,বলিরেখার গভীর অনুচ্ছেদে অনুচ্চারিত
হারানো দিন || Biswajit Nag
ছোটবেলা বড় তাড়াতাড়িই বড় হয়ে গেলো,খুশির মুহুর্ত গুলো একঝটকায় পথ
উপাখ্যান || Biswajit Nag
রাত যত গভীর হয়,হয় নিশ্চুপ নিঝুম,জেগে থাকি একা ভাবনায় ভীড়ে,জোনাকিরা
প্রাকৃতিক || Biswajit Nag
ব্যস্ততার সমান্তরাল রেখা বরাবর দীর্ঘ ছায়া,মনবীথির পাতাঝরার অন্তরালে মুক্তির ভাঁজ
সাবলীল ধারা || Biswajit Nag
তবু ভেসে চলি নিরুদ্দেশ মেঘের সাথে,গন্তব্যহীন পথে লালিত স্বপ্নে বিভোর,প্রলেপ
ভাগফল শূণ্য || Biswajit Nag
আঁধার জমিয়ে রাখে একাকীত্বের কান্না,চুপিসারে জোনাকি টহল দেয় ব্যস্ততার ফাঁকে,মধ্যস্থতার