ফুরায় রাত্রি
যত অলীক প্রাপ্তি,
পার্থিব যাতনা ঋতুচক্রে পুরাতন ।
আজন্ম বন্ধনে যাহা
অমরত্বে আস্বাদিত তাহা,
সোহাগের স্তরে লুকোনো প্রেমানুরাগ, চিরন্তন ।।
কিছু কথা গোপনে
কিছু কিছু রোপণে,
আঁকিবুকি কাটে হৃদয়ের শুভ্র ক্যানভাসে।
চুপিসারে যখন
প্রিয়ের উষ্ণ আলাপন,
প্রশ্রয় পায় সুখশয্যা, রং তুলির টানে ।।
বিনিদ্র রাত্রি
খসে পড়া আলোক যাত্রী,
উঁকি দেয় অধরা অসমাপ্ত স্বপ্নতরী ।
পাল তোলে মাঝি
তবুও ডুবতে আমি রাজি
প্রণয়রসে জাগি মোদের অমৃত বিভাবরী ।।