উটকো ছোড়া ভ্যাবলাকান্ত
দেখতে যাচ্ছে মেয়ে,
আড়চোখেতে ভাগ্নে শান্ত
মামাকে দেখছে চেয়ে।
দেখতে কালা কানেতেও কালা
নাকটাও থ্যাবলা্ ,
পোকাতে দাঁত ক্ষয়ে ফেলে
ভ্যাবলা যে ফোকলা্ ।
বাঘডোরা পাঞ্জাবী তার গা’য়
নাগড়াই জুতা পা’য়,
পাড়াপড়শি সবাই তাকায়
ভ্যাবলার সাজে মজা পায়।
বিয়ে পাগলা ভ্যাবলাকান্ত
জন্মদোষে তোঁতলা,
মেয়ে দেখতে হন্তদন্ত
ছুটছে তাই চেতলা।