জগত প্রভুর অশেষ কৃপায়
জনম নিলে ভবে,
পিতামাতা শিক্ষা দানে
লালন করে সবে।
মনের মাঝে স্বপ্ন সাজে
সন্তান মানুষ হলে,
কল্যাণ কর্মে থাকবে মর্মে
জীবন পথে চলে।
অনেক আশা বুকে নিয়ে
শিক্ষাঙ্গনে রাখে,
শিক্ষাগুরু দেবেন শিক্ষা
সুখটা মনে মাখে।
শিক্ষাক্ষেত্রে ভালো মন্দে
ছাত্র আছে ভরে,
দুষ্টজনের ফাঁদে পড়ে
শিক্ষক মারে ধরে।
শিক্ষাগুরুর অপমানে
বিষাদ জাগে মনে,
বিবেক সবার উঠুক জেগে
মানবতার সনে।