এখানে সকালের আরণ্যক মুখ
বিরক্ত সূর্যের লাল চোখ দেখেনি ।
এখানে কবিতার মেঘে
শব্দের টাপুর টুপুর বারোমাস ।
স্বরবর্ণের মতো আনন্দে একা ঘুরে বেড়ায়
গৃহস্থ নদী ফেরত কপালকুণ্ডলা ।
বিবাদ , তুমি আস্তে কথা বলো
রাত্রি জেগে উঠতে পারে কাঁচা ঘুমে ।
এখানে আদি সভ্যতার দরজায়
পাহারায় আছে গুচ্ছ গুচ্ছ নক্ষত্র মঞ্জরী ।
এখানে মানুষ পোড়ার গন্ধ নেই ,
কফিনে গান স্যালুটের গর্বে চাপা -পড়া
বরফের কান্না নেই ।
শুধু ,
বাঙ্কারে জীবন্ত গণকবরের স্মৃতি বেঁচে আছে ।
বিবাদ , তুমি আস্তে কথা বলো ।