অন্ধকারে ডুব দিয়ে নিরাময় হয় হয়তো কেউ
কেউ চায় শুধু স্বচ্ছ আলো দিয়ে হৃদয় ধোয়াতে |
আছে এক মূঢ়মতি আলো অন্ধকারে ভেদাভেদ
বোঝে না যে, সাধে নাকো জীবনের নির্যাস চোয়াতে |
একদিন সেও বুঝি হ’তে চেয়ে মামুলি নায়ক
পরিপাটি গেঁথেছিল সুখ দুঃখ উত্কন্ঠা হতাশা,
সাজিয়েছিল আখ্যায়িকা শাদা কালো নক্ শাকাটা ছকে,
পঞ্জিকা নির্ভুল জেনে লগ্ন ধ’রে মেটাতে পিপাসা |
তারপর সেজেগুজে ভূমিকায় নেমে এসে দেখে
গল্প সব ধুয়ে মুছে বয়ে যায় কৌতুকে সময়,
দিগ্বিদিক অনিশ্চিত, চিহ্ন সব অস্থির বিভ্রম,
ব্যাপ্তি বিন্দু সমার্থক, এক-ই সুরা সংশয় বিস্ময় |