শৈশব কোথায়! হারিয়ে গেছে পাইনা খুঁজে
মুখ ঢাকা বইয়ের ভারে রাতদিন মাথা গুঁজে,
রাখ তোরা তবে পিঠের বোঝা একটু নামিয়ে
গুলতির তাক কর দেখি এক ছুট্টে গিয়ে!
কোথায় গেল দামাল শিশু গাছের ডালে আর-
মাঠগুলো সব শূন্য বেকার, করে হাহাকার।
বড়ো হতে গেলে মাথা গুঁজে বেঞ্চিতে স্কুলে
পড়াশুনা কর শুধু, বাদবাকি সব যা ভুলে,
হায় রে শৈশব! ইঁদুর দৌড়ে জীবন বেহাল
রোগে ভুগে ভুগে হাড় মাস কঙ্কাল।
শিশু শ্রমিক নিষিদ্ধ শুধু কাগজ কলমে
কে রাখে খোঁজ তার মিথ্যা দরদিয়া মরমে,
অভুক্ত শিশুর করুণ জীবন কাঁদে বিষাদে
শৈশব বিপন্ন আজ, সামাজিক ফাঁদে।
জাতির ভবিষ্যৎ ,বয়ে চলে অসুস্থ জীবন
নেই হেলদোল রাষ্ট্রের নেই কোন চিন্তন।
লাভের চিন্তায় নেতা ব্যস্ত ভাগ বাঁটোয়ারা
নেই ফুরসুত, দশের কথা ভেবে উৎসবে মাতোয়ারা।
শিক্ষার অভাবে শৈশব কাঁদে, মূর্খতাই সার
অক্ষম ভবিষ্যৎ প্রজন্ম পরিচালনায় রাষ্ট্রের দায়ভার,
জীবন বোধের অজ্ঞতায় জ্ঞানের ভান্ডার শূন্য
জাতির ভবি প্রজন্মের শৈশব বিপন্ন।