মন খারাপের পায়ে পায়ে হেঁটে এলাম অনেকখানি।
ধু ধু বালিয়াড়ির বুকে ঘর বাঁধার স্বপ্ন রয়েছে বাকি।
বাকি রয়েছে মন পাখির ডানায় ভর করে নীল আকাশের গন্ধ নেওয়া।
সব বাকিটাই চলে গেছে আজ সবুজের গা ঘেঁষে।
হিসাব নিকাশ ঘুমিয়ে আছে সাগরে সুপ্তির বুকে।
তোমার চলে যাওয়ার পদচিহ্ন আজ আর খুঁজে দেখি না।
বসে আছি অলস বেলার সর্পিল পথে।
কিছু কি ছিল আমার বলে আমার কাছে??
পদ্মপাতায় শিশির বিন্দুর মতো অন্তঃশীলা আজ বৈরাগী সুর তোলে জীবন পালে।
আমার বলে কি পৃথিবীতে কিছু হয়?
বিনি সুতোর টানে পলাশ বনে ঘুরে বেড়িয়েছি।
ফেলে আসা সময় তর্জনী উঁচিয়ে হুঙ্কার দেয় অযাচিত নাম ধরে।
তবে “ভালোবাসা” কি অধিকার রাখে না “ভালো বাসার?”
আজ এ প্রশ্ন বড়ো পিছু টানে মরুভূমির শূন্যতায়।
উত্তরের আশায় তাই আজ এই হেঁটে আসা তোমায় ছেড়ে তোমায় ভালো রাখার প্রয়াসে…..