বিদায় লব , পৃথিবী থেকে,
যেদিন আমি,সবারে রেখে,
বলবে লোকে মরা।
নিমেষ পরে, পড়বে ঝরে,
পাতার মত , ভূমির ‘ পরে,
নামটি গালভরা।
দুহিতা যাবে ,শ্বশুর বাড়ি,
জনকে আর , জননী ছাড়ি,
বিধি নিয়ম মানি।
পিছন ফিরে ,বিদায় ক্ষণে ,
শুধিবে তার ,সকল ঋণে,
কনকাঞ্জলি দানি।
শরৎ শেষে , হিমের বায় ,
খবর আসে , লতা পাতায়,
বিদায় বার্তাখানি।
একটি করে , পড়বে ঝরে,
শুকনো পাতা , ভূমির ‘ পরে,
মর্মরিত বাণী।
শিউলি ঝরে , শিশির স্নানে ,
বিদায় নিয়ে, ছড়িয়ে ঘ্রাণে,
দিকদিগন্ত পানে।
কুড়ায়ে লয়ে , ফুলের দলে,
গাঁথিয়া মালা , কিশোরী চলে,
মাতার সন্নিধানে।
জল ঝরিয়ে , সব নয়নে,
শ্রাবণ মাসে ,বাইশ দিনে,
বিদায় নিল রবি।
কাঁদিয়ে দিয়ে , সকল জনে,
মিলিয়ে গেলে , দূর গগনে ,
ওগো মোদের কবি।