গল্প লেখা থমকে গেল
পাঠকে করল হা-হুতাশ,
কলমের নিব ঠিকই আছে
মগজে হয়েছে সর্বনাশ।
ভূমিকার কথা শেষ না হতেই
গল্পে এল পূর্ণছেদ,
একটি কোকিল প্রাণ হারাল
মনে জমেছে ভীষণ খেদ!
ঘর থেকে সবে বেরিয়ে দেখি
টেবিলের পাশে তামরস,
দোয়াতটা আবার চেঁচিয়ে বলে
‘আজকে মোদের নারীদিবস’।
বিচার আজও হয়নি বটে
বছর হয়নি শেষ,
সেলুকাস তাই সত্যি বলেছে
“বড়ো বিচিত্র এদেশ।”