রূপোলি রোদের বাতাসে কাশের নদী
উঠোনে এসেছে , ঘুরিয়ে রয়েছি মুখ ;
বলেছি বিবেক শোকে শোকে জর্জর
কীভাবে বুনবো আগমনী রঙে সুখ !
সুখ ভেসে যায় , সুখ বড় চঞ্চল
দুঃখের মতো অনুগত কেউ আছে ?
ছায়া হেরে যায় কুস্তিতে তার সাথে
আমরা যে যার ঘুড়ি লটকানো গাছে !
গাছ থেকে নেমে হয়েছি সভ্য সেরা
নিজেদের নিজে শিরোপা দিয়েই খুশী ,
কোনও উপমা-ই বসে না যাদের পাশে
শস্যেরা নয় রাজি দিতে মিল — ভুষি !
তাদের জন্য থেমে যাবে সভ্যতা ?
মাইল মাইল মিছিল এখনও বাকি ,
পাহারায় একা হাত নই , দশভূজে
বিচারের বীজে বিজয়ার ভোর আঁকি ।