দেশে আইন আছে শাসন নেই
এই কথাটা বলবে যেই
তারই যাবে গলা কাটা
তবু আইন দিবসের ঘনঘটা।
কি হবে আর এসব করে?
গরীব যদি অবিচারে মরে,
আইন দিবস পালন করে
বিচার যদি ছলনা করে।
এভাবেই চলছে দেশ
আনন্দে খুশির রেশ
করে আইন দিবস পালন
ঘটে বিচারের নামে প্রহসন।
তবুও পালন করা চাই
আইন দিবস বুঝলে ভাই
না হলে থাকে না যে মান
আইন অন্ত সবার প্রাণ।