বেনোজল ঢুকে গেছে
অনুরাগের স্বচ্ছতায়,
রামধনুর ফ্যাকাশে রঙগুলো
কে সাজাবে প্রজাপতি উচ্ছ্বাসে?
আবহাওয়ার সতর্কবার্তা ছিলই
ছিল না অন্তর্ঘাতী খবর ,
ছলনার কুহকে দেশান্তরী স্বপ্ন
ওহ্ পেতে থাকে
সমযের ঘন্টাধ্বনির।
চোখে এঁকে নাও আকাশী কাজল-
অভিমানের কালোমেঘ সরে গেলে
দেখবে সমুদ্রের নীল গভীরতা ।
ডানা মেলা পাখিদের কলতানে
নীলিমায় অন্তহীন দিগন্ত ছুঁয়ে যাবে
কানের পাশে ফিসফিসিয়ে…