শারদ আকাশে বাজে আগমনী সুরে,
পূজা আগমন ধ্বনি দূর হতে দূরে।
কাপাস মেঘের ভেলা ভাসে নভ মাঝে,
বাতাসে পুজোর গন্ধ আবেশ রাজে।
কাশগুলো ঢেউ তুলে মাঠে ঘাটে দুলে
দিঘিতে কমল হাসে হিল্লোল তুলে,
শেফালিকা খুশি হয়ে পড়ে ভূমে ঝরে,
ছাতিমের গাছে ফুল ভরে যায় থরে।
ঊষাকালে হিম শীতল নিহার পাত,
হিমের আঁচল ছায় সারাদিন রাত।
রোদ ছায়া করে খেলা চরাচর জুড়ে,
সবুজ চাদরে থাকে খেত গুলো মুড়ে।
স্বচ্ছ নদীর জলে ডিঙা বায় নেয়ে,
সুখে পারাপার করে ভরা জল পেয়ে।
জগৎ আমোদে ভাসে শারদীয়া তরে,
উমার আসার আশে খুশি সব ঘরে।
ঢাক ও কাঁসর নাদে মুখরিত ধরা,
উল্লাসে কাটে বেলা প্রীতি মন ভরা।
নীলকন্ঠের ডাকে জাগে প্রাণ মন,
অতিথি পাখি সে, আসে শরতের ক্ষণ।
দিগঙ্গনার অঙ্গন ভরা আলোক রাশি,
দুর্গোৎসবে মাতোয়ারা দেশ বাসী।