ব্যস্ত মানুষ আজ সরস্বতীর পূজাউপাচারে
যদিও বিবেকশূন্য মানুষেরা বিশ্বচরাচরে
গাইছে জয় জয় দেবী চরাচরে
কুচ যুগশোভিত মুক্তাহারে।
জ্বলে না জ্ঞানের আলো তার মনের ঘরে
ঘটা করে তবুও সারদাকে প্রণাম করে
দিয়েছে যে সত্যকে কবেইজলাঞ্জলি
দিচ্ছে তবুও সচন্দন বিল্ব পুষ্পাঞ্জলি।
দেবী বীণা রঞ্জিত পুস্তক হস্তে
বেহুঁশ মানব আজ অসত্যের পথে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে
জ্বালিয়ে জ্ঞানদীপ ফিরাও মনুষ্যত্বে।
বেদ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ
নমঃ ভদ্রকালৈঃ সরস্বত্যৈঃ মন্ত্র উবাচ,
স্তব স্তুতি বন্দনায় যদি ফেরে তার মতি
পূর্ণ হোক আজ মাঘী শুক্লাপঞ্চমীতিথি।