বিশ্বাসই হয়না, মনেও হয়না তুমি নেই
‘কবিদের মৃত্যু নেই’, তোমারও মৃত্যু নেই কবি
‘মৃত্যুতেই পুনর্জন্ম ও প্রকৃত জীবন’
জন্মাবধি আমি যে কবি জীবনকে
ধ্রুব সত্য ও অমোঘ সুন্দর বলে জানি
সেই কবি রবির দু’চোখ আজও
অমৃততত্বাণ্বেষী দূর-দৃষ্টি প্রবণ
আর সূর্য্যরঙের স্মিত হাসি ছড়ানো মুখখানি
আলোকোজ্জ্বল জড়ানো বোধের রৌদ্রকণা
যিনি চলে গেছেন না ফেরার দেশে
শ্রাবণ ধারায় যেথায় অশ্রুধারা মেশে
আছে তাঁর অপার অসীমের নিবিড় স্পর্শছোঁয়া
আলোড়িত আলোকিত পূর্বাপর মধুর স্মৃতি
তোমার পরিচয় কেবল তুমি কবি মাত্র নও
তুমি চিরদিনের সেই প্রাণ পুরুষ
সত্যদ্রষ্টা ঋষি কবি সার্বভৌম
কল্পবৃক্ষের মতো এক অনন্য বিস্ময়
আর জীবনের নিত্য পথপ্রদর্শক
আত্মার ও সত্তার মূর্ত প্রতীক
ও আমাদের নিত্য দিনের মরমী সহচর
বাইশে শ্রাবণ ফিরে ফিরে এলেও
হৃদয়ে রয়েছো তুমি স্মরণে,মননে ও তর্পণে
তোমাতেই অবগাহন করি আমি
তোমাকেই অবলম্বন করি,আশ্রয় করি প্রতিদিন ।