বাংলা আমার মাতৃভাষা
অনেক আদর ,অনেক আশা
এই ভাষাতেই মাকে ডাকি
বাংলা পড়তে দিইও ফাঁকি ।
জন্ম থেকে এই ভাষাকে ,
শিরায় শিরায় আঁকড়ে থাকি ।
অনেক এমন মহান ছেলে
অন্য ভাষায় রপ্ত হলে,
বেমালুম যায় বাংলা ভুলে ।
যেমন পালায় মা কে ফেলে,
অক্ষমতার কারণ তুলে ।
আজ কে তারাই ফাটিয়ে গলা
অমর শহীদে দেয় জয় মালা।
বাংলা আমার জন্মভাষা
জন্ম ভূমি ,ভালো বাসা ।
আমার হৃদয় ,আমার আবেগ
সব কিছুতেই বাংলা ভাষা ।
এই ভাষাতেই মিষ্টি ছোঁয়া,
মায়ের স্নেহ ,উতল হাওয়া ।
বঙ্গ আমার জননী আমার
বাংলা ভাষা তোমার,আমার।