আমি বাঁচতে চেয়েছিলাম
কিন্তু তোমরা আমাকে বাঁচতে দিলে না ।
মুছে দিলে মোর নাম ,
আপন করে নিলে না ।
রক্ত মাংস সবই এক, শুধু জাতটা আলাদা ।
এইটুকু কারণে, আমার জীবনে এত বাঁধা।
বেঁচে আছি কিন্তু মুখে হাসি নেই ।
তোমরা সবাই চলে গেলে, আমি এলাম যেই ।
আমিও মানুষ কিন্তু কেহ তা বোঝনি তোমরা ।
শত্রু ভেবে কেড়ে নিতে চাও, মোর প্রাণ ভোমরা ।
আমি নিচু জাত ; তাই দিনরাত ;
তোমরা, আমায় করো দু:ছাই ।
আমার কি মন বলে কিছু থাকতে নাই ?
আমাকে কি ভাবো ? জন্তু – জানোয়ার ?
প্রতিবেশী, তবু দিলে না মরে ছাড় ।
দুঃখ যন্ত্রণায় হৃদয় আমার ,
ভারাক্রান্ত , অসহায় ।
হে বিধি, জন্ম দিলে কেন ?
কেইবা এমন জীবন চায় !