আমার স্লেটরঙা আকাশ টা
আজ হঠাৎ করে নীল
রঙ মেখেছে।
আমার বুকেও বসন্ত
আবির ঢেলেছে।
বসন্ত-বৌরী পাখিটাও
আজ দিগন্ত-পানে ডানা-
মেলে উড়তে চাইছে।
মন-খারাপের দিনলিপি,
চঞ্চলতায় ভরে উঠেছে।
অশোক-কিংশুক আজ
লালে লাল ছড়িয়েছে।
শিমুল-ফুলগুলো যেন
অঝোরে হাসি বিলোচ্ছে।
মাদার ফুলের ঝরা পাপড়ি–
মিষ্টি লালের গালিচা পেতেছে।
আজ আমার মনের আকাশে
নীল-রঙা নাও ভাসছে।
বসন্ত আজ দিকে দিকে
অপূর্ব রঙ-মশাল জ্বালিয়েছে।।