তোমরা যা খুশি তাই বলো…
বসন্ত এলেই বনে বনে যখন আগুন রঙ লাগে,
ফুলে ফুলে ভ্রমর গুনগুনিয়ে ওঠে,
আমার তখন লাল নীল সবুজ হলুদ গোলাপি সব রঙ বড়ই প্রিয় লাগে।
তোমরা যেমন খুশি তেমন ভাবো…,
গোধূলি বেলায় শিমুল পলাশের আকাশ আবীর রঙে রঞ্জিত হলে,
কোকিলের কুহুতান আমার হৃদয়ে প্রেমের লহরী তোলে দ্রিমিদ্রিমি তালে,আমার তখন সবকিছুই বড্ড ভালো লাগে।
তোমরা যা খুশি তাই বলো…,
এই যে তোমাকে নিয়ে জানা অজানা পাপড়ি বিছানো,
কৃষ্ণচুড়ার পথে,পায়ে পায়ে হেঁটে চলা! তবু কেন দেখা হবার কথা ভাবি! তুমি তো মনে মনে আমায় জানো!
হলুদ বসন্ত তুমিই বলো, তোমাকে এত্ত আমার ভালো লাগে কেন?
তোমরা যেমন খুশি তেমন ভাবো…
দোল পুর্নিমায় অকারণ খুশিতে
জীবনের রঙ গুলো আরও সুন্দর ভাবে বিকশিত হোক, ছড়িয়ে পড়ুক মনের আনাচে কানাচ!
আমি কখনো ছিলাম মেবারের পথে পথে কৃষ্ণ ভজনা মীরাবাঈ!
কখনো ছিলাম জল যমুনার ঘাটে বিরোহিনী সেই রাধা!
সেই কবে থেকেই তো আমরা দুজনে রয়ে গেছি দূরে দূরে, সুরে সুরে, কাছে কাছে, দুজনায় হাতে হাত!