মনে পড়ে এমনি এক বসন্তের কথা
ছোট সোনাটাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখছি সেদিন
অভাবের মধ্যেও যেন স্বপ্ন ছিল খুব
গোটা পৃথিবীটাই ঘর ছিল সেদিন
ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার স্বপ্ন
ছেলেকে বড় করে, বড় বাবা হওয়ার স্বপ্ন
মনের ভেতরে বাইরে সর্বত্রই ছিল বসন্তের আনাগোনা।
আজকের বসন্তের দিনে সেই বসন্তকে মনে পড়ছে খুব।।
সেদিনের নতুন জায়গায় যাওয়ার নতুন অনুভূতি
নতুন স্বপ্নের নতুন ভ্রমণ
নতুন জায়গায় বসবাস শুরু করতে করতে–
সেই মানুষগুলোকে চিনতে শেখা
নতুন জায়গার নতুন মানুষের হাতে পিটুনি খাওয়ার বসন্ত
হুমকি ধুমকি আর অত্যাচার পাওয়ার বসন্ত গুলো
নতুন জায়গায় নতুনভাবে লড়াই করতে শেখা
নতুন নাগরিকের পরিচয়ে বাঁচতে শেখা
দীর্ঘ ১৫ বছরের পুরনো বসন্তকে মনে পড়ছে খুব।
আমার বয়স এখন ঊর্ধ্বমুখী হতে হতে–
আবার নিম্নমুখী হতে চলেছে
কিন্তু সেদিনের সেই বসন্ত গুলো আমাকে সতেজ করে তোলে
আমাদের সোনাটাও একটু একটু করে বড় হতে শুরু করেছে
আমার বসন্ত গুলো বুড়ো হচ্ছে ঠিকই
তবুও বসন্ত আসলেই আমি আবার সতেজ হয়ে উঠি
কারণ, ফেলে আসা বসন্তের কাছে আমাদের অনেক ঋণ আছে।