ওগো বর্ষা তুমি
আসোনা কেন অমন করে ?
যেমন করে আমার বাল্যজীবনে
স্কুলে পড়া না পারার দিনে
স্কুল উপস্থিতিতে বাধা হয়ে দাঁড়াতে ।
ওগো বর্ষা তুমি
আসোনা কেন অমন করে ?
যেমন করে দুষ্টমিস্টি আলাপচারিতায়
টুকটুকে ফুটফুটে ছেলেমেয়েরা নবজৌবোনের ঢলে
বৃষ্টির জলে আছাড় খায় ।
ওগো বর্ষা তুমি
আসোনা কেন অমন করে ?
যেমন করে ধর্মরাজের সাজে
জমকালো মেঘালয় হতে পাথরের আকারের ভঙ্গিতে
কাটা ফোটাতে কালবৈশাখীর হাওয়ায় ।
ওগো বর্ষা তুমি
আসোনা কেন অমন করে ?
যেমন করে সোনালী ধানের ক্ষেতে
সর্ণমালার দল নৃত্যের তালে দিকবাজি খায় ।
ওগো বর্ষা তুমি
আসোনা কেন অমন করে ?
যেমন করে মুক্তোর দানা ঝরায়ে
ঝরে পরতে আমার শরীরে ,
আজও কখন-সখনো বৃষ্টিঝড়ে অঝোর ধারায়
হাতছানি দিয়ে বলে আমায় ,
বন্ধু ,তুমিও ভুলেছ মোর পরিচয় ।
আমার প্রতিউত্তর এককথায়
অগাধ সৃতির পাতায় দীর্ঘ নাভিশ্বাস ,
নাঃ,ফিরতে পারবনা সেই ছেলেবেলায়।