এমন বর্ষন মুখর রাতে আমার তোমাকেই মনে পড়ছে।
এক নাগাড়ে বৃষ্টির শব্দ পাগল করে তুলছে!
আমার বুকের ভিতরে কেন এতো বৃষ্টি ঝরছে!
বৃষ্টির ছোঁয়ায় আম্রপালি আম গাছটা যুবতী !
পাতার শিল্পকলায় আমের মুকুল ধরেছে!
আম্রপালির বুকেও কী অঝোর ধারে বৃষ্টি ঝরেছে!
এমন বর্ষন মুখর রাতে আমার তোমাকেই মনে পড়ছে।
এক নাগাড়ে বৃষ্টির শব্দ পাগল করে তুলছে!
আমার বুকের ভিতরে কেন এতো বৃষ্টি ঝরছে!
বৃষ্টির ছোঁয়ায় আম্রপালি আম গাছটা যুবতী !
পাতার শিল্পকলায় আমের মুকুল ধরেছে!
আম্রপালির বুকেও কী অঝোর ধারে বৃষ্টি ঝরেছে!