আমি সয়ে যাচ্ছি পরপর প্রকৃতির লুন্ঠন সংবাদ।
আমি ভুলে যাচ্ছি বিশ্বব্যাপী আত্মঘাতী
যুদ্ধের ম্যাড়মেড়ে স্বাদ ।
আসলে আমি ঢুলু ঢুলু ঝুলে পড়ছি
পৌরাণিক মাছের হিম হিম রক্ত কুয়ায় ।
ক্রমাগত ডুবেই চলেছি থিতু
শ’মাইল শ্যাওলার দামে ।
আমার প্রিয় শব্দগুলো বাতিল হবার আগেই
সন্ন্যাস নিয়ে চলে গেছে অহিংস গুম্ফায় ।
নাড়ির টিকটিক আওয়াজে আমার
শরীরী ঘুম ভাঙে শবরী শয্যায় ।
রাবনের ধিকিধিকি ইচ্ছে সিঁড়ি দাঁড়ে
আর বরফের মতো ধৈর্য্যশীল চিতার আগুনে
দু’ দন্ড জীবনের পাল তুলে বসি ।