মাঝে মাঝেই অন্ধকার এসে ঢেকে দেয় চোখ
মুছে যায় ও মুখ,প্রেম দেখায় তীক্ষ্ণ বাঘনখ
নষ্টদুপুরের পর সন্ধ্যা গোধূলি ছিঁড়ে খায় অহরহ
এ দেহ ভেসে যায় লোভের অপ্রীতিরোধ্য হরপা বানে।
বার্বনিতার ব্যথিত বুকেও সঞ্চিত সুন্দর প্রতিশ্রুতি
পঙ্কিল জীবন ব্যর্থতায় নিমজ্জিত দেয় আত্মহুতি
জোনাকির দেহের পবিত্র আলো কেড়ে নেয় কালয়াতি
বেআব্রু,ল্যাংটো বহির্প্রকাশেও মহাউৎসব পোহালে রাতি।
পিঙ্গল প্রেম আবাহমান সঙ্গমে ধরে যে স্তন
জারিত সেখানে প্রথম স্পন্দন মাতৃত্বের অঙ্গন
আজ বিভ্রান্ত উৎশৃঙ্খলিত কামনার জঙ্গলে –
আকণ্ঠ ভোগবাদে বাহুবলি পথচলে অমঙ্গলে ।