শুকিয়ে ছিলাম সাঁতার বিহীন নদী
আবার এসে ভাসিয়ে দেবে যদি
মাঝখানে স্রোত থামিয়েছিলে কেন !
সময় ছিলো দাঁড়িয়ে উটের মতো
থমকে পুরু পায়ের পাতায় পথও
বন্ধ্যা মেঘের যন্ত্রনা দাগ চেনো !
বিষম তালে যাচ্ছিল সম পুড়ে
সদলবলে ঝড় ছড়ালে খুরে
এবার শ্বাসে এ শ্বাস পুরে চলো ।
হারিয়ে হরিৎ নতুন করে পাওয়া
দ্বিগুন আলোয় জীবন গানে যাওয়া
রবীন্দ্র যুগ কাটছে না , কি বলো !