বন্ধু মানে ,দমবন্ধ হয়ে আসা মেঘলা আকাশে রামধনুর ছোঁয়া,
বন্ধু মানে,সব হারিয়ে আবার ও করে সবকিছু ফিরে পাওয়া,
বন্ধু মানে, অনেক অনেক রঙে রাঙানো সোনালী ঝকঝকে দিন,
বন্ধু মানে, মনের মধ্যে উথাল পাথাল মধুর সুরে বাজে
বীন,
বন্ধু মানে,প্রানখোলা হাসির ঝর্ণা ধারা,আপন গতিতে পাগলপারা,
বন্ধু মানে, সুখ-দুঃখের দিনে সবসময় পাশে থাকার শপথ
করা,
বন্ধু মানে,স্নেহ ও সহানুভূতির পারস্পরিক সহযোগিতার আশ্বাস,
বন্ধু মানে,এক অটুট ভয় দ্বিধাহীন একে অপরের প্রতি
বিশ্বাস।
বন্ধু মানে, নেই কোন গরীব-বড়োলোক, ছেলে-মেয়ের ভেদাভেদ,
বন্ধু মানে, ভুলে যাওয়া ধর্মের নামে যতো নোংরামির
বিভেদ।
বন্ধু মানে, অগ্রাহ্য করা সব কাঁটাতারে ঘেরা কঠিনতম
পথ,
বন্ধু মানে, জীবনের শেষ দিনেও ভালোবেসে যাওয়ার
শপথ।