হাতটি তোমার বাড়িয়ে দিলে
আমিও সেহাত ধরতে পারি।
বন্ধু বলো, সখা বলো সইতে যদি পার তবে
দেখবে তখন,আমিও সে গান
তোমার মতোই গাইতে পারি।
আবার যখন সাঁঝের বেলায়,
মেঘের পরশ চাঁদের ভেলায়,
সেই ভেলাতে তোমায় নিয়ে
আমিও উজান বাইতে পারি,
চাঁদের ভেলায় দুলতে পারি।
নিশীথ রাতি নিশুত হলে
তোমায় নিয়ে অবহেলে,
সেই সেদিনের পুলক- ব্যথায়
তোমারে ঘুম জাগাতে পারি,
তোমার স্বপ্ন দেখতে পারি।
প্রদোষ যখন উদাস হল
ভোরের পাখি সব জাগিল,
সেদিন কুসুম ফোটার বেলায়
সকল পাপড়ি মেলতে পারি,
ফুলের কলি ফোটাতে পারি।
তোমার আলোর বন্দনা গান
শুনিয়ে তোমায় জুড়াবে প্রাণ,
সেই সেদিনের শ্যামল স্মৃতি
তোমার মনে আনতে পারি।
বন্ধু যদি ভাব তবে
আমিও দুহাত বাড়াতে পারি।।