বন্ধুত্ব হারিয়ে গেলে অভিমান জেগে ওঠে খুব
নেমে আসে চারপাশে ঘন ঘন লোডশেডিং মুহূর্ত
আর সুনসান নীরবতা
ও বাতাসে অলীক বাঁশি বেজে ওঠে
বন্ধুত্ব হারিয়ে গেলে অভিমান জেগে ওঠে খুব
নেমে আসে চারপাশে ঘন ঘন মনখারাপ মুহূর্ত
আর থিকথিকে স্তব্ধতা
ও বাতাসে আশ্চর্য শোকগাথা ছড়িয়ে পড়ে
আর মাঝে মাঝে অন্ধকারে ঝড়ের কাঁপন
ও বিষণ্ণ বিরহের গান ছুটে আসতে থাকে
প্রতিদিনের মতো নির্মেঘ আকাশ ঘিরে
দূর থেকে ভেসে ওঠে যে তুষারশুভ্র পাহাড়
সেখানে এখন অবিরাম বৃষ্টিপাত
ও পাথরের ধ্বস ক্রমাগত
বন্ধুত্ব হারিয়ে গেলে নিজেকেও হারিয়ে ফেলি
দু’চোখ দিয়ে ছুঁয়ে ফেলি অতীত স্মৃতি
ও নির্মম নির্জন স্বরলিপি
একাকী হেঁটে যেতে থাকলে ফিরে ফিরে আসে মুখোমুখি
পেরিয়ে আসা সুদীর্ঘ পথ
আর পথের গোপন আকুলতা
আর ধু ধু শূন্যতার অন্ধকারে মিলিয়ে যেতে থাকে
সারি সারি প্রিয় মুখ
বন্ধুত্ব হারিয়ে গেলে কেটে যায় সুতোবাঁধা ঘুড়ি ।