এবং জীবন কিছু অজানা কিন্তু গিলে
হজম করে বলেই
ফাল্গুনে জেগে ওঠে থোকা থোকা বসন্ত মুকুল ।
নদীর উপমা বলে– জানি জানি ,
বাঁকের বেদনা শুষে টনটনে ভাটাতেও
গেয়ে চলি টানটান জোয়ারের গান ।
বীজের ব্যঞ্জনা বলে– মানি মানি ,
নেশাখোর জিহ্বার লকলকে লোভ গুলে
অমৃত ভূমিতে বপন করেছি তাই ,
পৃথিবীর সমস্ত বৃক্ষ মিলে
বনানীরা বিজনের ব্যাঞ্জো বাজায় !