চৈত্র অন্তে শেষ বসন্তে বুকের পাঁজরে ব্যথা
বিদায়ের সুর বসন্তে লাগে উদাসী ব্যাকুল কথা।
শিমুল পলাশে রক্তিম রঙ কোথায় বিলীন আজি
হলুদ পত্র টুপ করে খসে বাতাসে উড়তে রাজি।
অলস দুপুর মর্মর ধ্বনি যৌবন গান শেষ
শুষ্ক বৃক্ষ দণ্ডায়মান শেষ ফাগুনের বেশ।
চৈতালীর চাঁদ দূরের আকাশে জ্যোৎস্না মৃদু হাসে
বেদনার গীত প্রকৃতি মাঝে করুণ সুরেতে ভাসে।
ফুলের গালিচা বিছায়ে মাটিতে পর্ণমোচন ধরে
খবর পেয়েছে পাতা ঝরা দিন শেষ বসন্ত ভরে।
কোকিল কূজন বিষণ্ণতার ব্যথিত স্বরের গান
মুহুর্মুহুসে ধ্বনিতে কাঁপায় ঝালাপালাকরে কান।
চৈত্র অন্তে শেষ বসন্তে প্রকৃতি করে খেলা
রুক্ষমাটিতে পত্র খসার হর্ষ বিষাদ মেলা।
ফাল্গুন মাসে রক্তিম রাগে কুসুম সকল লাজে
অশোক পলাশ শিমুল বৃক্ষে থোকা থোকা ফুল রাজে।
ঋতু বদলেতে ছবি বদলায় আগামী দিনের সাথে
মনের ভাবনা স্মৃতির মাঝারে খুঁজে ফেরে মন রাতে।
কাল বোশেখের আবির্ভাবে যে তাণ্ডব নাচ নাচে
অঝোর ধারায় বৃষ্টির ফোঁটা বদ্ধ জানালা কাঁচে।