এ শহরের স্তনে দুধ নেই আর
মুখগুলো সব শুকিয়ে গেছে – খরা ভীষন
চোখগুলো ভেঙেচুরে বসে আছে
সেই কবে থেকেই
একইভাবে বুকের ভেতর
ভেঙেচুরে পড়ে আছে ধক্ ধক্
তৃষ্ণায় কলম ধরেছি
কিম্বা যাবতীয় ভাঙচুরগুলো কে
জোড়া লাগানোর একটা বৃথা চেষ্টা মাত্র
এক কোনে উৎসবের গন্ধ উঠেছে ভীষন -গ্লাসে গ্লাসে
আমি শুধু ভাতের গন্ধ চাই