অবসরে সন্ধ্যায় ,
পোড়ো ক্লাবের দাবায় ,
দেখতো কারা চেঁচায় ।
আর কারা !
মাতিয়ে পাড়া ,
উঠতি কিছু ফোচকে ছোঁড়া ,
মেতেছে তাসের আড্ডায় ।
গেল, গেল গোল্লায় ।
খেয়ে দেয়ে নাই কাজ ,
এই বয়সেই আড্ডাবাজ ।
ফেল করেও নেইকো লাজ ।
দিনের বেলায় অন্য সাজ ,
পথের ধারে রকবাজ ।
স্কুলেও হইচই ।
ব্যাগের ভিতর নেইকো বই ।
সেথায় আছে গুলতি ভরা ,
দুষ্টু এরা খুব ।
যে মাস্টার একটু কড়া ,
তার ক্লাসেতে ডুব ।